বিপি স্টোর মালিক সাজ্জাদের বিরুদ্ধে প্রতারণার মামলা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Saturday, March 6, 2021

বিপি স্টোর মালিক সাজ্জাদের বিরুদ্ধে প্রতারণার মামলা

 


যশোর শহরের ব্যবসা প্রতিষ্ঠান বিপি স্টোরের স্বত্ত্বাধিকারী সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আদালতে মামলা হয়েছে। শহরতলির শেখহাটি আদর্শপাড়ার মৃত নাজিম উদ্দিন বিশ্বাসের ছেলে ও বিপি স্টোরের অবসরপ্রাপ্ত কর্মচারী ওবায়দুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। 

মামলার অভিযোগে জানা গেছে, ওবায়দুর রহমান ২০০৫ সালের পহেলা মার্চ শহরের বিপি স্টোরের বিক্রয় প্রতিনিধি হিসেবে যোগদান করেন। নিয়োগপত্রের শর্ত অনুযায়ী মালিক সাজ্জাদ হোসেন তার বেতন থেকে প্রতিমাসে এক হাজার তিনশ’ টাকা কর্তন করে সঞ্চয় হিসেবে জমা রাখতেন। ২০১৭ সালের ৩০ ডিসেম্বর ওবায়দুর রহমান বিপি স্টোরের বিক্রয় প্রতিনিধির পদ থেকে অব্যাহতি নেন। এ সময় বিপি স্টোরের সঞ্চয়ী হিসাবে তার জমা হয় দু’ লাখ দুশ’ টাকা। সঞ্চয়ের টাকা ফেরত চাইলে মালিক সাজ্জাদ হোসেন আজ না কাল বলে ঘোরাতে থাকেন। এভাবে তিন বছর পার করেছেন। গত ৫ জানুয়ারি সঞ্চয়ের টাকা ফেরত চেয়ে উকিল নোটিশ দেয়া হলেও তিনি যোগাযোগ করেননি। ৫ ফেব্রুয়ারি সাজ্জাদ হোসেনের লোন অফিসপাড়ার বাড়িতে গিয়ে পাওনা টাকা চাইলে তিনি দিতে অস্বীকার করেন। পাওনা টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন। 

No comments:

Post a Comment

Post Bottom Ad