করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সচেতনতা বৃদ্ধিতে যশোরে মাঠে ভ্রাম্যমাণ আদালত - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, March 25, 2021

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সচেতনতা বৃদ্ধিতে যশোরে মাঠে ভ্রাম্যমাণ আদালত


 করোনা প্রতিরোধে জনসচেতনতায় যশোরে ভ্রাম্যমাণ আদালত প্রচারাভিযান চালিয়েছেন। বুধবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত শহরের বিভিন্নস্থানে এই অভিযান চালানো হয়। যশোর শহরের চৌরাস্তা, চিত্রা মোড়, দড়াটানা ও আদালত চত্বরসহ বিভিন্ন স্থানে প্রচার অভিযানে ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহম্মাদ মনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাছির।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন বলেন, কোভিড-১৯ (করোনা) দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। যশোরের সাধারণ মানুষের অসচেতনতার কারণে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সে কারণে ভ্রাম্যমাণ আদালতের চারটি টিমের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ এবং সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়। তিনি বলেন, বেলা ১১টা থেকে এই প্রচারাভিযান শুরু করা হয়েছে বিকেল ৩টা পর্যন্ত চলবে। প্রচার অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad