যশোরে প্রেমপ্রস্তাব প্রত্যাখান করায় জান্নাতুন (১৭) নামে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতে জখম করেছে এক বখাটে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অঅহত জান্নাতুন যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের জামাল হোসেনের মেয়ে ও পাঁচবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সূত্র জানায়, ওই ছাত্রীকে আন্দোলপোতা গ্রামের মুকুল নামে এক বখাটে দীর্ঘদিন উক্ত্যক্ত করে আসছিল। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই ছাত্রী পাঁচবাড়িয়া স্কুলে কোচিং ক্লাস শেষে বাড়ি ফিরছিল। স্কুল থেকে কিছুটা দূরে গেলে মুকুল তাকে ফের প্রেম প্রস্তাব দেয়। জান্নাতুন তার প্রস্তাব অস্বীকার করলে মুকুল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
জরুরি বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন জানান, ওই ছাত্রীর পেটে একটি ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষণের জন্য তার অবস্থা আশঙ্কাজনক।
No comments:
Post a Comment