যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সিহাব হোসেন(১৬)কে পিটিয়ে জখম করেছে একই এলাকার কিশোর গ্যাং লিডার সাকিব সহ ১০/১২জন৷
বুধবার সন্ধার দিকে,আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ২য় তলার ছাদের উপর মারপিটের ঘটনাটি ঘটে৷ আহত সিহাব উপজেলার আলমনগর গ্রামের ইকবল হোসেনের ছেলে৷ ও আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র৷
আহত সিহাব হোসেনের পিতা ইকবল হোসেন অভিযোগ করে বলেন কিশোর গ্যাং লিডার সাকিবের সাথে সিহাব চলতে না চাওয়ার কারনে পূর্ব শত্রুতা ছিলো৷ পূর্বশত্রুতার কারনে বুধবার সন্ধার দিকে একই এলাকার আলজারির মাধ্যমে সিহাবকে ডেকে নিয়ে আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ২য় তলার ছাদে নিয়ে মারপিট করে৷ পরে সাকিব সিহাবকে তার বাড়িকে নিয়ে যায়৷ এবং হুমকি দেয় এব্যাপারে কাউকে কিছু বললে তোকে খুন করে ফেলবো৷ এরপর আমাকে ফোন দিয়ে ডেকে নিয়ে বুধবার রাত ১০টার দিকে আমার কাছে সিহাবকে বুঝিয়ে দেয়৷
সিহাবের অবস্থা গুরুতর হওয়ায় বুধবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে যশোর জেনারেল হাসপাতালের সার্ডারী বিভাগে ভর্তি করি৷ এঘটনায় কোতয়ালী থানায় এজাহার দাখিল করা হয়েছে৷
No comments:
Post a Comment