যশোরে পুলিশের বাসা থেকে ৭ লাখ টাকার মালামাল চুরির অভিযোগে মামলা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Friday, March 12, 2021

যশোরে পুলিশের বাসা থেকে ৭ লাখ টাকার মালামাল চুরির অভিযোগে মামলা


 যশোরে এক দারোগার বাসা থেকে টাকা ও স্বর্ণালংকারসহ ৭ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। শহরের পুরাতন কসবা সিডিএসপি এলাকার সৈয়দ মাহবুব আলমের বাড়ির দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। এই ব্যাপারে ওই বাড়ির ভাড়াটিয়া ভুক্তভোগী পুলিশের এএসআই তানজীর হোসেনের স্ত্রীর সালমা নাছরিন হ্যাপি গত ১১ মার্চ সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনাা আসামি দিয়ে মামলা করেছেন।

বাদী মামলায় উল্লেখ করেছেন, তার স্বামী তানজীর হোসেন অভয়নগর উপজেলার বাসুয়াড়ি পুলিশ ক্যাম্পে এএসআই পদে চাকরি করেন। পাশাপাশি ছেলে নিয়ে যশোর শহরের পুরাতন কসবা শহীদ মশিউর রহমান সড়কের সিডিএসপি এলাকার সৈয়দ মাহবুব আলমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। গত ৫ মার্চ পরীক্ষা দেয়ার জন্য সালমা নাছরিন হ্যাপি ছেলেকে নিয়ে ঢাকায় যান। বাসায় সালমা নাছরিনের ভাই ছিল। পরদিন ৬ মার্চ সন্ধ্যা ৬টার দিকে তার ভাই বাসার সকল দরজা তালাবদ্ধ করে চলে যান। গভীর রাত তিনটার দিকে অজ্ঞাতনামা চোরেরা তালা ভেঙ্গে ১২ হাজার টাকা, একটি ল্যাপটপসহ মোট ৬ লাখ ৬৮ হাজার টাকার মালামাল নিয়ে যায়। ৭ মার্চ ভোর রাতে বাড়ির মালিক বাদীর স্বামী এএসআই তানজীরকে ফোন করে জানান। এরপর তিনি ঢাকা থেকে ফিরে এসে থানায় এই মামলা করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad