যশোরে রেলওয়ের অবৈধ দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Tuesday, February 23, 2021

যশোরে রেলওয়ের অবৈধ দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ

 


যশোরে রেলওয়ের অবৈধ দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে৷ ভ্রাম্যামাণ আদালত অভিযান চালিয়ে এউচ্ছেদ অভিযান করেন৷

মঙ্গলবার সকাল দশটার দিকে খুলনা থেকে আসা বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল ইসলাম ও যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট হাফিজুল হক অভিযানের নেতৃত্ব দেন।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, যশোর রেলস্টেশনের পশ্চিম পাশে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান, বসতঘরসহ (কাঁচা-পাকা) বিভিন্ন স্থাপনা তৈরি করে জবর-দখল করে রেখেছে। বিভিন্ন সময় তাদের রেলওয়ের জায়গা ছাড়তে নোটিস দেওয়া হয়। কিন্তু তারা দখল ছাড়েনি। সেই কারণে আজ সকাল দশটা থেকে ওই সমস্ত স্থাপনা উচ্ছেদের কাজ চলছে।

তিনি আরো বলেন, মোট ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ তালিকায় রয়েছে। সবগুলোই উচ্ছেদ করা হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হক জানান, এই অভিযানে যশোর জেলা পুলিশ, জিআরপি এবং রেলওয়ের নিরাপত্তা কর্মীরা অংশ নিচ্ছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad