যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান আলাদা অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে।
আটককৃতরা হলো, খুলনার খানজাহান আলী থানার শিরোমনি দক্ষিণপাড়ার মৃত সরোয়ার শেখের ছেলে মোশারফ শেখ (৫২), নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ডহরপাড়ার রবিউল ইসলামের ছেলে সজল হোসাইন (২১) এবং যশোরের বেনাপোলপোর্ট থানাস্থ বাহারদুরপুর রোড সোনালী ব্যাংকের পাশের মজিবুর রহমানের স্ত্রী মমতাজ বেগম (৩৬)।
এসআই সাইদুর রহমান জানিয়েছেন, গত শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে মোশারফ শেখকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এসআই সাইদুর রহমান আরো জানিয়েছেন, শুক্রবার বিকেল ৫টার দিকে একই স্থানে আরো এক অভিযানে সজল হোসাইনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে অপর এক অভিযানে চাঁচড়া চেকপোস্ট থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ মমতাজ বেগমকে আটক করা হয়।
No comments:
Post a Comment