দাবি মেনে নেয়ায় যবিপ্রবি উপাচার্যকে কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Tuesday, February 9, 2021

দাবি মেনে নেয়ায় যবিপ্রবি উপাচার্যকে কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা

 


দাবিসমূহ মেনে নেওয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির নেতৃবৃন্দ। সোমবার দুপুরে যবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে যবিপ্রবি কর্মচারী সমিতির নেতৃবৃন্দ এ ফুলেল শুভেচ্ছা জানান।

সমিতির  পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৬ ফেব্রুয়ারি যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে কর্মচারী সমিতির পক্ষ থেকে উপাচার্যের সামনে সাত দফা দাবি উত্থাপন করা হয়।  উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন দাবিসমূহ  গুরুত্ব সহকারে শোনেন এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

দাবিসমূহ যৌক্তিক হওয়ায় কিছু সংযোজন-বিয়োজন শেষে তিনি তা মেনে নেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবকে কর্মচারী সমিতির দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। সোমবার দুপুরে  উপাচার্যের সাথে কর্মচারী সমিতির ফলপ্রসু আলোচনার সিদ্ধান্তসমূহের লিখিত সার-সংক্ষেপ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জমা  এবং উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

No comments:

Post a Comment

Post Bottom Ad