যশোরে সাতজনকে সেরা করদাতার সম্মাননা প্রদান - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Friday, February 12, 2021

যশোরে সাতজনকে সেরা করদাতার সম্মাননা প্রদান

 


যশোরে সেরা করদাতা সাতজনের সম্মাননা প্রদান করা হয়েছে। কর অঞ্চল খুলনার আয়োজনে ট্যাক্সেস বার যশোর কার্যালয়ে সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-কর কমিশনার সার্কেল-৮ হাবিবুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন আয়কর উপদেষ্টা তপন কুমার সাহা, আলতাফ হোসেন, নিগমাশীষ শর্মা লিটন, কর কমিশন কর্মকর্তা বাবুল হোসেন, মনিরুজ্জামান, গোলাম মোস্তফা, অপু সরকার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে মোট সাত জনকে সেরা করদাতার সম্মাননা প্রদান করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে এ সম্মাননা দেয়া হয়। সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে সম্মাননা অর্জন করেন আবু নাসের সরকার, আনছারী হোসেন সোহেল, মঈনুল আলম টুলু। সর্বোচ্চ করদাতা (মহিলা) মমতাজ বেগম। সর্বোচ্চ করদাতা (তরুন) তৌফিকুর রহমান এবং দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী হিসেবে ফিরোজ আহমেদ ও আব্দুল হালিম সম্মাননা অর্জন করেন। অনুষ্ঠানে সেরা করদাতারা তাদের অনুভূতি ব্যক্ত করেন। তাদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কর পরিদর্শক (যশোর) অনিমেষ কুমার রায়।

No comments:

Post a Comment

Post Bottom Ad