যশোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হায়দার গনী খাঁন পলাশের ‘নৌকা’ প্রতীকের পক্ষে বৃহস্পতিবার প্রচারণার মাত্রা ছিল দ্বিগুণ। নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হায়দার গনী খাঁন পলাশের পক্ষে অনুষ্ঠিত হয়েছে সমাবেশ, পথসভা এবং গণসংযোগ। বিকেলে ৬ নম্বর ওয়ার্ডের পিটিআই চত্বরে অনুষ্ঠিত হয়েছে এক যুবমাবেশ। এসময় হায়দার গনী খান পলাশ ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে ‘নৌকা’ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেছেন, জনরায় নিয়ে জনপ্রতিনিধি হয়ে নিজেকে একজন সেবক হিসেবে প্রতিষ্ঠিত করবো। পৌরবাসীর যে কোন প্রয়োজনে পাশে থাকবো। ওয়ার্ড যুবলীগ আয়োজিত এই সমাবেশে অরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন আহমেদ, জেলা যুবলীগ নেতা মুনির হোসেন টগর, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজুজামান প্রমুখ। সভাপতিত্ব করেন ওয়ার্ড যুবলীগের আহবায়ক নাদিম মাহামুদ। এর আগে ৯ নম্বর ওয়ার্ডের হুশতলা মোড়ে শহর আওয়ামী লীগের প্রচার অভিযান উদ্বোধন করেন নৌকার প্রার্থী। শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহামুদ হাসান বিপু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যো¯œা আরা মিলিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় খড়কি এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন মেয়র প্রার্থী পলাশ। জেলা আওয়ামী লীগর সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন আহমেদ, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু, জেলা শ্রমিক লীগ নেতা নাসির উদ্দিন, জেলা যুবলীগ নেতা মুনির হোসেন টগর, জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, আওয়ামী লীগ নেতা ওয়াহিদুজ্জামান বাবলু, লুৎফুল কবীর বিজু, জেলা যুবমহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রিনি খাঁন, এছাড়াও সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে নৌকা প্রাতীকের পক্ষে লিফলেট বিলি করা হয়।
No comments:
Post a Comment