যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে ইজিবাইক চুরিকালে সোহাগ হোসেন (৩৪) নামে এক যুবককে গণধোলাইয়ের পরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক সোহাগ শহরতলীর আরবপুর এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম জানিয়েছেন, এদিন বিকেল সাড়ে ৩টার দিকে সোহাগ হাসপাতালের ছোট গেটের পাশ থেকে একটি ইজিবাইক চুরি করে। পরে ইজিবাইকটি চালিয়ে পালনোর সময় স্থানীয় লোকজন তা দেখে ফেলেন। এরপর লোকজন তাকে ধাওয়া করে চৌরাস্তা থেকে আটক করেন। ধরা পড়ার পর চোর সোহাগ গণপিটুনির শিকার হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটক চোরকে হেফাজতে নেয় পুলিশ। গণপিটুনিতে আহত হওয়ায় হাসপাতাল থেকে তার চিকিৎসা দেয়া হয়েছে।
No comments:
Post a Comment