যশোর শহরে কার্টনের ভেতর এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ শনিবার বিকেল পাঁচটার দিকে ঘোপ নওয়াপাড়া রোড এলাকার ভৈরব নদের পাড়ে ‘ড্রিমডেল’ নামে একটি বাড়ির পাশে আমগাছের তলা থেকে কার্টনটি উদ্ধার করে পুলিশ। নবজাতকটি পুরাতন কাপড় দিয়ে পেঁচানো অবস্থায় ছিল জানায় পুলিশ৷
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, স্থানীয় লোকজন সেখানে সন্দেহজনক একটি কার্টন পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ সেখানে যেয়ে কার্টনটি খুলে তার ভেতর একটি মেয়ে শিশুর মরদেহ দেখতে পায়। সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতাল পাঠায় পুলিশ।
এ বিষয়ে যশোর কোতয়ালী থানার ওসি মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, যশোর জেনারেল হাসপাতালের অদূরে নবজাতকের মরদেহটি পাওয়া গেছে। এটি পরিকল্পিতভাবে কেউ ফেলে গেছে। মরদেহের ময়নাতদন্ত হবে, ডিএনএ-ও প্রিজার্ভ করা হবে। আর জিডিমূলে অভিযোগ করে রাখা হবে।
No comments:
Post a Comment