যশোরের ডিবি পুলিশ একশ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদ হাসান (৩০) নামে এক যুবককে আটক করেছে। ধৃত জাহিদ বকচর এলাকার জামসেদ মিয়ার বাড়ির ভাড়টিয়া গোলাম মোস্তফার ছেলে।
ডিবি পুলিশের এসআই শামীম হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সূত্রে জানতে পারেন বকচর কোল্ড স্টোরেজ মোড়ের রিফাত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে জাহিদ নামে এক মাদক বিক্রেতা ইয়াবা বিক্রি করছে। এখবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।
No comments:
Post a Comment