রাজারহাটে সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত, চালক গুরুতর - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, February 18, 2021

রাজারহাটে সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত, চালক গুরুতর

 


দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাকের ধাক্কায় পীযূষচন্দ্র (২৮) নামে একজন হেলপার নিহত হয়েছেন। গুরুতর আহত হন ট্রাকচালক রাজিব হেসেন (২৫)।

বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে যশোর শহরতলির রাজারহাট ফুয়েল পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে।
আহত রাজিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
যশোর দমকল বাহিনীর ফায়ার ফাইটার শিমুল হোসেন বলেন, 'ভোরে খবর পাই, রাজারহাটে সড়ক দুর্ঘটনা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে খুলনাগামী আরেকটি ট্রাক ধাক্কা দিয়েছে। ট্রাকের চালক ও হেলপার আহত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছে। আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিই।'
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস সার্জারি ওয়ার্ডের চিকিৎসক বজলুর রশিদ টুলুর উদ্ধৃতি দিযে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত পীযূষ চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে মারা যান। আহত রাজিবের অবস্থাও আশঙ্কাজনক।
যশোর কোতয়ালী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, 'দুর্ঘটনার খবর পেয়েছি। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।'
নিহত পীযূষ বগুড়া সদরের বাগদি আদমদীঘি এলাকার উত্তমচন্দ্রের ছেলে। আহত রাজিব নওগাঁ সদরের রাজনগর গ্রামের মো. বাবুর ছেলে।

No comments:

Post a Comment

Post Bottom Ad