যশোরের শহরের বেজপাড়ায় যুবককে ছুরিকাঘাত ঘটনায় কোতোয়ালি থানায় তিন জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এরা হচ্ছে, ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার ভাড়াটিয়া ইসহাকের ছেলে আমিনুর, শহরের বেজপাড়া মেইন রোড ৬ তলা বিল্ডিংয়ের সামনের বাড়ির ভাড়াটিয়া রনজু, বেজপাড়া আনছার ক্যাম্পের পেছনের মনু মিয়ার বাড়ির ভাড়াটিয়া রহিমের ছেলে হাসান আলী। মণিরামপুরের ঢাকুরিয়া মাদ্রাসার পাশের, বর্তমানে বেজপাড়া মনুমিয়ার বাড়ির ভাড়াটিয়া আসাদুল ইসলাম বাবলুর স্ত্রী মনি বেগম মামলায় বলেছেন, তার ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৪) গাড়িতে হেলপারের কাজ করে। গত ২৭ জানুয়ারি আব্দুল্লাহ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়। বেলা সাড়ে ১১ টায় উল্লেখিত স্থানে পৌঁছালে আসামিরা আব্দুল্লাহর পথের গতিরোধ করে। এলোপাতাড়িভাবে মারপিট শুরু করে এবং ধারালো চাকু দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।
No comments:
Post a Comment