প্রকাশ্য দিবালোকে সেবাসংঘ স্কুলের সামনে হোটেল ব্যবসায়ীকে কুপিয়ে জখম - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Wednesday, February 10, 2021

প্রকাশ্য দিবালোকে সেবাসংঘ স্কুলের সামনে হোটেল ব্যবসায়ীকে কুপিয়ে জখম

 




যশোরে পচা (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে পিরু ও আমিরুল নামে দুই দুর্বৃত্ত।

আহত পচাকে এখন যশোর জেনারেল হাসপাতালের ওটিতে নেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে যশোর শহরের পুরাতন কসবা সেবাসংঘ স্কুলের সামনে ঘটে।পচা শহরের পুরাতন কসবা কাজীপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।

আহত পচা জানান, শহরের আরএন রোডে তার একটি খাবারের হোটেল আছে। ১১টার দিকে তিনি বাড়ি থেকে মোটরসাইকেলে চুয়াডাঙ্গা স্টান্ড পেরিয়ে সেবাসংঘ স্কুলের সামনে পৌঁছুলে গোলাম পাড়ার পিরু ও আমিরুল তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালর জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদের উদ্ধৃতি দিয়ে সুবর্ণভূমিকে বলেন, ধারাল অস্ত্রের আঘাতে আহত যুবকের শরীর থেকে থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক।

No comments:

Post a Comment

Post Bottom Ad