যশোরে ৮ ঘণ্টায় ৪ হাজার ৩৭ জনকে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের টিকা (ভ্যাকসিন) প্রয়োগ করা হয়েছে। যা গত ৫ দিনের মধ্যে সর্বোচ্চ টিকা প্রয়োগ বলে রেকর্ড সৃষ্টি হয়েছে। এই তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান, টিকা গ্রহণে মানুষ আগ্রহী হচ্ছেন। তাই দিনে দিনে সংখ্যা বেড়েই চলেছে। গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট ৮ হাজার ৯শ’ ৬৬ জন টিকা গ্রহণ করেছেন।
ডা. রেহেনেওয়াজ জানান, প্রতিদিনি ৮ টা থেকে সকাল থেকে দুপুর ৩ টা পর্যন্ত জেলার ৩৬ টি কেন্দ্রে টিকা প্রয়োগ কার্যক্রম চলছে। বৃহস্পতিবার টিকা গ্রহণ কারী ৪ হাজার ৩৭ জনের মধ্যে ডা. রেহেনেওয়াজ আরও জানান, বৃহস্পতিবার টিকা গ্রহণকারীদের মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৮ টি কেন্দ্র থেকে ১৯৮৮ জন, যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৪টি কেন্দ্র থেকে ১০৯ জন, বিমান বাহিনীর মেডিকেল স্কোডেনের ২ টি কেন্দ্র থেকে ৪৪ জন, পুলিশ হাসপাতালে ১ টি কেন্দ্র থেকে ৮০ জন, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্রে থেকে ৪৭০ জন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ২৭০ জন, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি থেকে ২২০ জন, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ২০৩ জন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ২৫৩ জন, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ৯০ জন ও অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ৩১০ জন রয়েছেন। এরআগে প্রথম দিন রোববার ৪৭৬ জন, দ্বিতীয় দিন সোমবার ৬৭৭ জন, তৃতীয় দিন মঙ্গলবার ১ হাজার ৩শ’৭৬ জন, ৪র্থ দিন বুধবার ২ হাজার ৪শ’ ২ জন টিকা গ্রহণ করেন।
No comments:
Post a Comment