যশোর শহরের পালবাড়ি মোড়ে ইজিবাইক থেকে চাঁদা উঠানোর অভিযোগে দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় তিনজনের নামে ১৮ ফেব্রুয়ারি গভীর রাতে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।
আটককৃতরা হলো, পুলিশ লাইন টালিখোলা এলাকার মানিকের বাড়ির ভাড়টিয়া গোলাম মোস্তফার ছেলে কামরুল ইসলাম (২৫), একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে জাহিদুল মোল্লা (২৫)। পলাতক আসামি হলো পুলিশ লাইন টালিখোলা এলাকার আবু সাঈদের ছেলে ওহিদুল ইসলাম (৩০)।
ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাস জানিয়েছেন, গোপন সূত্রে ডিবি পুলিশ জানতে পারে উল্লেখিত আসামিরা পালবাড়ির মোড় ইজিবাইক স্ট্যান্ড থেকে জোর করে চালকদের কাছ থেকে প্রত্যেকদিন চাঁদা আদায় করে। সংবাদ পেয়ে গত বৃহস্পতিবার বিকেলে সেখানে অভিযান চালিয়ে কামরুল ও জাহিদুলকে আটক করা হয়। এ সময় পালিয়ে যায় ওহিদুল। পরে আটক দুইজনের কাছ থেকে আদায়কৃত চাঁদার ৮৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
No comments:
Post a Comment