যশোরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় সন্ত্রাসীরা মো. পারভেজ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত আটটারদিকে শহরের বৌ বাজার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত পারভেজ যশোর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সোহাগের কর্মী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকেই পারভেজসহ আরো কয়েক যুবক কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সোহাগের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। রাতে তারা শহরের বৌবাজার এলাকায় প্রচারণার জন্য আসলে একদল দুর্বৃত্ত তাদেরকে ধাওয়া দেয়। এসময় অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে পারভেজ।
পরে তাকে একটি গলির মধ্যে নিয়ে দুর্বৃত্তরা উপর্যপুরি কুপিয়ে আহত করে ফেলে যায়। স্থানীয়রা
মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নিয়ে আসে।
যশোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, নিহতের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। মাত্রাতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে পারভেজ মারা গেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন তারা।
নিহতের খালা রওশন আরা জানান, পারভেজ আগে বউবাজার এলাকায় বসবাস করতেন। সম্প্রতি তারা বাহাদুরপুরে জমি কিনে বাড়ি করেছেন। আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে তিনি তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পানির বোতল প্রতীকের শফিকুল ইসলাম সোহাগের পক্ষে কাজ করছেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় পারভেজ বউবাজার এলাকায় পানির বোতল প্রতীকের লিফলেট বিতরণ করছিলেন। ওইসময় পূর্বশত্রুতার জের ধরে নুরআলমের নেতৃত্বে নান্টু,শাহাবুদ্দিন, জুলফিকারসহ সাত-আটজন পারভেজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে রাত আটটার দিকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ হত্যাকান্ডের পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
No comments:
Post a Comment