জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে লুতফাতিন লতা নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে শহরের রেলবাজার এলাকায় এই ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূর স্বামী আব্দুল কাদের গাজী কোতোয়ালি মডেল থানায় এই মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে রেলবাজার এলাকার রহিমের ছেলে রাব্বিসহ অজ্ঞাতনামা ৭/৮জনকে।
বাদী মামলায় উল্লেখ করেছেন, বাদী আব্দুল কাদের গাজী শহরের এমকে রোডের জুনায়েদ হোটেলে কাজ করেন। আসামি রাব্বিদের সাথে বাদীর জমি নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। তারই জের ধরে গত মঙ্গলবার রাত ৯টার দিকে রাব্বিসহ ৮/৯জন হোটেলের সামনে এসে আব্দুল কাদের গাজীকে বাইরে যেতে বলেন। তিনি বাইরে না যাওয়ায় তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি আব্দুল কাদের তার স্ত্রীকে জানান। রাত সাড়ে ৯টার দিকে তার স্ত্রী বাড়ি থেকে তার কাছে আসার উদ্দেশ্যে বের হন। রেলবাজারের বিসমিল্লাহ সেলুনের সামনে পৌঁছানো মাত্র রাব্বিদের সাথে দেখা হয়। এসময় রাব্বি তার স্ত্রী লুতফাতিন লতাকে গালিগালাজ করে। তাদের গালি দিতে নিষেধ করায় লুতফাতিন লতাকে ছুরিকাঘাত করে। এসময় লুতফাতিন লতার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রাব্বিরা পালিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
No comments:
Post a Comment