যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার (এমপি) বলেছেন, জননেত্রী শেখ হাসিনার প্রতি আমাদের আস্থা আছে। নির্বাচনে তিনি যাকে মনোনয়ন দেবেন আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই প্রার্থীকে নির্বাচিত করবো। এখানে আমাদের মাঝে কোন বিভেদ নেই। তিনি বলেন নির্বাচন আসলে গোটা আওয়ামী পরিবার এক হয়ে কাজ করে। আগামী ২৮ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা হায়দার গনি খাঁন পলাশকে বিজয়ী করে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল স্তরের নেতাকর্মীর প্রতি আহবান জানান। সোমবার বিকেলে যশোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শহর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন আওযামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খাঁন পলাশ। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহামুদ হাসান বিপুর সঞ্চলনায় বক্তৃতা করেন জেলা আওয়ামীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোস্না আরা মিলি, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা অ্যাড. মোয়াজ্জেম হোসেন মুকুল, অ্যাড. আসাদুজ্জামান বাবুল, লোকমান হোসেন, জাকির হোসেন রাজিব, গোলাম মোস্তফা, আবু শাহ্জালাল মোন্তাজসহ ৯ টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
No comments:
Post a Comment