অমিত শাহকে কান ধরে হিন্দু ধর্ম শেখাতে চান মমতা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Friday, February 19, 2021

অমিত শাহকে কান ধরে হিন্দু ধর্ম শেখাতে চান মমতা

 


পশ্চিমবঙ্গ সফরে এসে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু ধর্ম নিয়ে কটাক্ষ করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই কটাক্ষের জবাব দিলে মমতা। তিনি বলেছেন, ‘কান ধরে হিন্দু ধর্ম শেখাবো।’

দক্ষিণ ২৪ পরগনার নামখানায় দাঁড়িয়ে অমিত শাহ অভিযোগ করেন, ‘পশ্চিমবঙ্গে সরস্বতী পূজা হতো না। দুর্গাপূজা হয় না। গেরুয়া শিবিরের চাপে কয়েক বছর পর এ রাজ্যে সরস্বতী পূজা চালু হয়েছে।’

তার অভিযোগ উড়িয়ে এদিন মমতার জবাব, ‘সব মিথ্যে কথা। কে বলেছে এখানে সরস্বতী পূজা হয় না? দুর্গাপূজা না হলে ক্লাবগুলো কীভাবে টাকা পাচ্ছে?’
তৃণমূল নেত্রী অভিযোগ করে বলেন, ‘ওরা তো সরস্বতী পূজার মন্ত্রই জানে না। বিজেপি নেতারা বাংলার সংস্কৃতি, শিষ্টাচার, ভদ্রতা সম্পর্কে কিচ্ছু জানে না।’

এরপরই মমতার কটাক্ষ, ‘আমরা যে কাউকে কান ধরে হিন্দু ধর্ম শিখিয়ে দেবো। বাড়ি গিয়ে মা-বোনদের ভুল বোঝালে সোজা কান মলে দিন। এতে তো আর মামলা হয় না।’

No comments:

Post a Comment

Post Bottom Ad