খুলনা নগরীর শিববাড়ী মোড়ে সোহাগ পরিবহনের হেল্পার সাব্বিরকে (২৬) বাসের মধ্যেই কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে পুলিশ ধারণা করছে। নিহত সাব্বিরের বাড়ি বাগেরহাট জেলায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি সোনালী সেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক জানান, বৃহস্পতিবার রাতে সোহাগ পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব -১৪-৭১৫৩) নগরীর শিববাড়ী মোড়ে কাউন্টারের সামনে রাখা হয়। এরপর চালক চলে যান। কিন্তু হেলপার সাব্বির বাসেই থেকে যান বলে জানিয়েছেন কাউন্টারের অন্যান্যরা। পরে সাব্বিরে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতসহ তার লাশ উদ্ধার করা হয়।
হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশের তদন্ত কার্যক্রম চলছে বলেও জানান তিনি।
No comments:
Post a Comment