মনোনয়ন ফিরে পেতে উচ্চ আদালতের দারস্থ বিএনপি’র মেয়র প্রার্থী মারুফ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Monday, February 8, 2021

মনোনয়ন ফিরে পেতে উচ্চ আদালতের দারস্থ বিএনপি’র মেয়র প্রার্থী মারুফ

 


মনোনয়ন ফিরে পেতে উচ্চ আদালতের দারস্থ হচ্ছেন যশোর বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মারুফুল ইসলাম। মনোনয়নপত্র বহালে জেলা প্রশাসকের কাছে আপিল খারিজের পর সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল।

তিনি জানান, যশোর পৌরসভার আসন্ন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মারুফুল ইসলামের মনোনয়নপত্র বাতিলের বিষয়ে স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করেন তারা। রবিবার বিকেলে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান সেই আপিলের শুনানির পর আজ (সোমবার) তা খারিজ করে দেন। এই অবস্থায় দলের সিদ্ধান্ত অনুযায়ি তারা উচ্চ আদালতের দারস্থ হতে এখন ঢাকায় অবস্থান করছেন।

এরআগে মনোনয়নের বিষয়ে রবিবার জেলা প্রশাসকের উপস্থিতিতে আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। আপিল শুনানিতে মারুফুল ইসলামের পক্ষে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে অ্যাডভোকেট দেবাশীষ দাস, মোহাম্মদ আলী, আনিছুর রহমান মুকুল ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু অংশ নেন।

এসময় সাবেরুল হক সাবু গণমাধ্যমকে জানিয়েছিলেন, এনসিসি ব্যাংকে ২৪ জানুয়ারি টাকা পরিশোধের জন্য জমা দেয়া হয়। ২ ফেব্রুয়ারি তাদের প্রার্থী টাকা পরিশোধের চিঠি হাতে পান। তবে নিয়ম অনুযায়ী এনসিসি ব্যাংক ওই ঋণ পরিশোধের চিঠি বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করবে। অথচ ব্যাংকের ওই চিঠি সংক্রান্ত জটিলতায় মেয়র প্রার্থী মারুফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র বহাল করতে শুক্রবার জেলা প্রশাসকের কাছে আপিল করেন মারুফুল ইসলাম।

No comments:

Post a Comment

Post Bottom Ad