যশোর সদর উপজেলার রহমতপুর গ্রামের একটি বাড়ি থেকে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে গরু চুরি করে পিকআপে উঠানোর সময় রুম্মন (২০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়ে গ্রামবাসি।
রুম্মন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ঢেউয়াতলা গ্রামের কাওছার আলীর ছেলে।
রহমতপুর গ্রামের আবুল কালাম ১৯ ফেব্রুয়ারি শুক্রবার কোতায়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, তার ভাই আব্দুস সাত্তার বৃহস্পতিবার রাতে ওয়াজ মাহফিল শোনার জন্য বাড়ির বাইরে ছিলো। এই কারণে তার স্ত্রীসহ বাড়ির লোকজন ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে তাদের গোয়ালঘর থেকে গরু চুরি করে পিকআপে উঠানোর সময় সাত্তারের স্ত্রী রশিদা বেগম টের পেয়ে চিৎকার দেন। এ সময় গ্রামের লোকজন উঠে গরুসহ রুম্মনকে আটক করে পিটুনি দেয়। পরে পুলিশ ডেকে তাদের হাতে তুলে দেয়া হয় রুম্মনকে।
রুম্মন স্বীকার করেছে-তার সাথে সহযোগি হিসাবে মিজান, সোহেল ও হালিম নামে আরো তিন যুবক ছিলো। তারা পালিয়ে যায়।
No comments:
Post a Comment