যশোরে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের দ্রুত সময়ের মধ্যে টিকা গ্রহণ করার জন্য আহবান জানানো হয়েছে। গতকাল শনিবার জেলায় তিন হাজার ৭০৯ জন সিনিয়র সিটিজেন ও সম্মুখযোদ্ধা করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ দুই হাজার ৭১৬ জন ও মহিলা ৯৯৩ জন টিকা নিয়েছেন। জেলায় ১১টি কেন্দ্রে ৩৬ টিম টিকা প্রদান করছেন। অধিকাংশ টিকা কেন্দ্রে এ দিন আগের পাঁচ দিনের তুলনায় শনিবার একটু ভিড় কম দেখা গেছে।
সিভিল সার্জন অফিস সূত্র মতে, ৬ষ্ঠ দিনে সার্ভার সমস্যার কারণে জেলায় কত জন রেজিস্ট্রেশন করেছেন সে বিষয়ে জানা যায়নি। তবে এ দিন জেলায় মোট তিন হাজার ৭০৯ জন সিনিয়র সিটিজেন ও সম্মুখযোদ্ধা করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ দুই হাজার ৭১৬ জন ও মহিলা ৯৯৩ জন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় জানান, ৬ষ্ঠ দিনেও হাসপাতালে টিকা নেওয়ার পরে সমস্যা নিয়ে কেউ ভর্তি হয়নি। তিনি রেজিস্ট্রেশনকরীদের টিকা নিতে আহবান জানিয়েছেন।
No comments:
Post a Comment