বেনাপোল সীমান্ত এলাকা থেকে আবু মুছা (৪০) নামে এক ভূয়া এনএসআই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৫টার সময় বেনাপোল বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত ভূয়া এনএসআই যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকার মাজারুল ইসলামের ছেলে। বেনাপোল পোর্ট থানার (এএসআই) শিকদার মাসুম পারভেজ জানান, বিকালে এনএসআই ফ্লিড অফিসার পরিচয়ে আবু মুছা নামে ব্যক্তি এনএসআই এর একটা তদন্তে যাওয়ার জন্য ফোন করে সোর্স নিয়ে বেনাপোল বাজারে আসে। আবু মুছার নিকট গিয়ে তদন্তের বিষয়টি জানতে চাইলে সে কোন সদ উত্তর দিতে পারেনি। এসময় মুছার কর্থাবার্তায় সন্দেহ হলে তাকে কৌশলে থানায় নিয়ে যায়। পরবর্তীতে থানায় আবু মুছাকে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে ভূয়া এনএসআই প্রমানিত হয় এবং তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে প্রতারনার মামলা দিয়ে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
No comments:
Post a Comment