মোটরসাইকেল দুর্ঘটনা অ্যাম্বুলেন্সচালকসহ দু’জন নিহত, আহত ২ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Tuesday, February 2, 2021

মোটরসাইকেল দুর্ঘটনা অ্যাম্বুলেন্সচালকসহ দু’জন নিহত, আহত ২

 


যশোরে সড়ক দুর্ঘটনায় আল-আমিন (৩০) ও ইয়াসিন হোসেন (১৯) নামের দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন। মঙ্গলবার বিকেলে যশোর-নড়াইল সড়কের চাড়াভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন নড়াইলের লোহাগড়া উপজেলার লাহড়িয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও ইয়াসিন যশোরের বাঘারপাড়া উপজেলার তেঘরি গ্রামের মিজানুর রহমানের ছেলে। আহতরা হলেন, লাহড়িয়া গ্রামের আমানত শেখের ছেলে কাবুল শেখ (২৬) ও যশোরের বাঘারপাড়ার তেঘরি গ্রামের জুলফিকার হোসেনের ছেলে সাব্বির হোসেন (১৯)। আহত দু’জন যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আল-আমিনের পিতা আনোয়ার হোসেন বলেন, তার ছেলে যশোরে অ্যাম্বুলেন্স চালাতেন। নিজস্ব অ্যাম্বুলেন্স কেনার জন্য বাড়ি থেকে টাকা নিয়ে মোটরসাইকেলে যশোরে ফিরছিলেন। পথিমধ্যে যশোর-নড়াইল সড়কের চাড়াভিটা এলাকায় পৌঁছালে দু’টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।
জরুরি বিভাগের ডাক্তার আব্দুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad