যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ছিনতাই করে পালানোর সময় স্থানীয় লোকজন জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বুধবার বেলা ১১টার দিকে হাসপাতালের গেটে এ ঘটনা ঘটে। তিনি ঢাকার কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা। হাসপাতাল সূত্র মতে, হাসপাতালের বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসা এক মহিলার গলার সোনার চেইন ছিড়ে নিয়ে পালানোর সময় উপস্থিত লোকজন তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। পরে তাকে ধরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা করায়। তার কাছ স্বর্ণের চেইন, দুল, আংটি ও ১৪শ’ টাকা উদ্ধার করা হয়েছে।
No comments:
Post a Comment