যশোরে চাঁদা দাবিতে ব্যবসায়ীকে মারপিটের অভিযোগে ২ সন্ত্রাসী আটক - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Wednesday, February 10, 2021

যশোরে চাঁদা দাবিতে ব্যবসায়ীকে মারপিটের অভিযোগে ২ সন্ত্রাসী আটক

 


যশোরে চাঁদা দাবিতে ব্যবসায়ীকে মারপিটের ঘটনায় দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডে এই ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে বুধবার কোতোয়ালি মডেল থানায় আটক দুইজনসহ অজ্ঞাতনামা আরো ২/৩জনের বিরুদ্ধে মামলা করেছেন। আটককৃতরা হলো, বেজপাড়া মেইন রোড গোলগুল্লার মোড়ের খালেকের ছেলে মেহেদী হাসান ডলার ও বারান্দীপাড়া কদমতলার পাপ্পুর বাড়ির ভাড়াটিয়া মমিনুল হকের ছেলে রায়হান রহমান বাবু।

বাদী বেজপাড়া তালতলা মোড়ের শুকুর আলীর ছেলে শাহরিয়া নাফিজ মামলায় উল্লেখ করেছেন, আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। বেজপাড়া পানির পাম্পের সামনে জিম স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে দোকানে বাদী ও তার চাচাতো ভাই আরমান ছিলেন। এসময় আটক দুইজনসহ আরো ২/৩ জন এসে দোকান মালিকের কাছে চাঁদা দাবি করে। না দেয়ায় পকেট থেকে চাকু বের করে আঘাত করার চেষ্টা করে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। এসময় দোকান্দারকে খুন করার হুমকি দিয়ে চলে যায়। এরপর এই ব্যাপারে থানায় মামলা করা হলে পুলিশ রাতেই ওই দুইজনকে আটক করে।

No comments:

Post a Comment

Post Bottom Ad