আসন্ন যশোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একইসাথে মনোনয়ন নিয়েছেন বর্তমান মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুসহ ছয় প্রার্থী। সোমবার পর্যন্ত মেয়র পদে ছয়জন ও কাউন্সিলর পদে ৯০জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিন পর্যন্ত ১৬ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমাও দিয়েছেন। তবে নির্বাচনী তফশিল অনুযায়ী আজ ২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে বলে নিশ্চিত করেছেন যশোর সদর উপজেলা নির্বাচন অফিস।মেয়র পদে মানোনয়ন নেয়া অন্যরা হলেন, নগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফ, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এএসএম হুমাযুন কবীর কবু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান কাকন মৃধা।
এদিকে, সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুর রশিদ জানান, মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ। সোমবার তার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন সাংবাদিক সাজ্জাদ গণি খান রিমন। রোববার বর্তমান মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন পরেশ নাথ বসু নামে এক ব্যক্তি।
তফশিল ঘোষণার পর থেকে সোববার পর্যন্ত নির্বাচন করতে ইচ্ছুক ৬ মেয়র, ৭৭ জন কাউন্সিলর ও ১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ মোট ৯৬জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এরমধ্যে কাউন্সিলর পদে এক নম্বর ওয়ার্ড থেকে সংগ্রহ করেছেন ৭ জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর জাহাঙ্গীর আহম্মদ শাকিল, জাকির হোসেন রাজিব, মুজিবর রহমান, টিপু সুলতান, নাছিরুজ্জামান হিরু, সহিদুর রহমান ও নাজমুল হাসান।
দুই নম্বর ওয়ার্ড থেকে মনোনয়ন নেয়া ১০ জন হলেন, বর্তমান কাউন্সিলর শেখ রাশেদ আব্বাস রাজু, সাবেক কাউন্সিলর শেখ সালাউদ্দিন, ইকবাল কবির, তপন কুমার ঘোষ, মীর মোশাররফ হোসেন বাবু, জাহিদুল ইসলাম, টুটুল মোল্লা, আশরাফুল কবির বিল্লাল, অনুব্রত সাহা মিঠুন ও ওসমানুজ্জামান চৌধুরী।
তিন নম্বর ওয়ার্ডের মনোনয়ন সংগ্রহকারী ১০ জন হলেন, সাবেক কাউন্সিলর মোকসিমুল বারী অপু, উম্মে মাকসুদা মাসু, কামরুজ্জামান, দেলোয়ার হোসেন টিটো, ওমর ফারুক, এসএম ইউসুফ শাহিদ, শামিম আহমেদ রনি, সাইদ মাহামুদ, সাব্বির মল্লিক ও শফিকুল ইসলাম।
চার নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, বর্তমান কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মুস্তা, জাহিদ হোসেন, ফেরদৌস হোসেন ও মঈনুদ্দীন।
পাঁচ নম্বর ওয়ার্ডে ১০ জনের মধ্যে বর্তমান কাউন্সিলর হাবিবুর রহমান মনি চাকলাদার, মিজানুর রহমান, রাজিবুল আলম, হাফিজুর রহমান, মোকছেদুর রহমান ভুট্টো, তৌহিদুর রহমান, শরীফ আব্দুল্লাহ আল মাসউদ, শাহাজাদা নেওয়াজ ও সেলিম হোসেন।
ছয় নম্বর ওয়ার্ডে নয় জনের মধ্যে বর্তমান কাউন্সিলর আলমগীর কবীর সুমন, এসএম আজাহার হোসেন স্বপন, আশরাফুজ্জামান, আনিছুজ্জামান, পাপিয়া আক্তার, আশরাফুল হাসান, আজিজুল ইসলাম, আজিজুল হক ও বিল্লাল পাটোয়ারী।
সাত নম্বর ওয়ার্ডে ১০জনের মধ্যে রয়েছেন বর্তমান কাউন্সিলর গোলাম মোস্তফা, জাহিদুল ইসলাম সজীব, শামসুদ্দিন বাবু, আবু শাহ জালাল, শাহেদুর রহমান, শাহেদ হোসেন, কামাল হোসেন, এসএম মাহমুদ হাসান, জুলফিকার আলী ও আবু শাহ জালাল (২)।
আট নম্বর ওয়ার্ডে ৫ জনের মধ্যে রয়েছেন বর্তমান কাউন্সিলর সন্তোষ দত্ত, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মাসুম, প্রদীপ কুমার নাথ বাবলু, গৌরাঙ্গ পাল বাবু ও ওবাইদুল ইসলাম রাকিব।
নয় নম্বর ওয়ার্ডে ১২ জনের মধ্যে বর্তমান কাউন্সিলর আজিজুল ইসলাম, শেখ ফেরদৌস ওয়াহিদ, শেখ নাছিম উদ্দিন পলাশ, আসাদুজ্জামান আসাদ, আজিজুল ইসলাম, জয়নাল আবেদীন, অ্যাড.আসাদুজ্জামান বাবুল, আবু বক্কার সিদ্দিকী ও শেখ শহিদ, স্বপন কুমার ধর, খন্দকার মারুফ হুসাইন ও হাফিজুর রহমান।
এছাড়া, সংরক্ষিত মহিলা আসন-১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে নয় জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর আইরিন পারভীন, আয়েশা ছিদ্দিকা, সান-ই শাকিলা আফরোজ, সুফিয়া বেগম, অর্চনা অধিকারী, রেহেনা পারভীন, রুমা আক্তার, রোকেয়া বেগম ও সেলিনা খাতুন। সংরক্ষিত মহিলা আসন-৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে দুইজন মনোনয়নপত্র সংগ্রহকারীর হলেন, বর্তমান কাউন্সিলর নাসিমা আক্তার জলি ও নাছিমা সুলতানা এবং সংরক্ষিত মহিলা আসন-৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রোকেয়া পারভীন ডলি ও সালমা আক্তার ।
আজ দুই ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। একই সাথে চার ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি বলে নিশ্চিত করেছেন সহকারি রিটার্নিং অফিসার আব্দুর রশিদ।
এছাড়া, সোমবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন সাত নম্বর ওয়ার্ডের সামছুদ্দিন বাবু, জুলফিকার আলী জুলু, শাহেদুর রহমান রনি, তিন নম্বর ওয়ার্ড থেকে শামীম আহমেদ রনি, দেলোয়ার হোসেন, উম্মে মাকসুদা মাশু, নয় নম্বর ওয়ার্ডের শেখ ফেরদৌস ওয়াহিদ, আজিজুল ইসলাম, এক নম্বর ওয়ার্ডে টিপু সুলতান, দুই নম্বর ওয়ার্ডে আশরাফুল কবীর বিল্লাল, জাহিদুল ইসলাম টুটুল ও সংরক্ষিত (১,২,৩) নম্বর ওয়ার্ডে সুফিয়া বেগম, আইরিন পারভীন ডেইজি।
No comments:
Post a Comment