যশোরে ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Tuesday, February 23, 2021

যশোরে ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

 


যশোর ডিবি পুলিশের মাদক উদ্ধার অভিযানে শরিফুল ইসলাম ও মুক্তার হোসেন বাবু নামে দুই মাদক কারবারিকে ২ হাজার ৬শ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে৷ সোমবার রাতে শহরের সার্কিট হাউজের সামনে রাস্তায় চেকপোষ্ট বসিয়ে মাদকসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়৷

আটক আসামীরা হলো আরএন রোড এলাকার ওহাব আলীর ছেলে শরিফুল ইসলাম ও সিটি কলেজ পাড়ার আব্দুস সালাম ওরফে চা সালামের ছেলে মুক্তার হোসেন বাবুকে ইয়াবাসহ আটক করা হয়৷

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ জানানা, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, বিপিএম, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব সালাহ উদ্দীন শিকদার এর তত্ত্বাবধানে চেকপোষ্ট বসিয়ে ২শ পিচ ইয়াবা ট্যাবলেট ও মটরসাইকেলসহ হাতে নাতে আটক করা হয়৷ তাদের স্বীকারোক্তি অনুযায়ি শহরের টালীখোলা এলাকার হাসান আলীর ৩ তলা বিল্ডিং এর ২য় তলায় শরিফুলের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম থেকে অভিনব কায়দায় ইয়াবা বহনের মটরসাইকেলের কাটা ট্যাংকিসহ আরো ২৪শ পিচ ইয়াবা ট্যাবলেট মোট ২৬শ পিচ ইয়াবা জব্দ করা হয় তাদের দখল হতে। এ সংক্রান্তে কোতয়ালী থানায় মাদক আইনে মামলা হয়েছে৷

No comments:

Post a Comment

Post Bottom Ad