চলে গেলেন বসুন্দিয়ার প্রবীণ ব্যক্তি ১১৫ বছর বয়সী আকবর আলী বিশ্বাস - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Wednesday, January 6, 2021

চলে গেলেন বসুন্দিয়ার প্রবীণ ব্যক্তি ১১৫ বছর বয়সী আকবর আলী বিশ্বাস

 


যশোর সদর উপজেলার বসুন্দিয়ার প্রবীণ ব্যক্তি আকবর আলী বিশ্বাস আর নেই। (ইন্নালিল্লাহি …রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৫ বছর। মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে জয়ন্তা গ্রামের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বসুন্দিয়া মোড়স্থ সিঙ্গিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ওলিয়ার রহমানের পিতা। মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাদ্রাসার সভাপতি এসএম লাবুয়াল হক রিপন, শিক্ষানুরাগী একেএম তুহিন খান, সদস্য মোল্যা মতিয়ার রহমান, আবু তাহের এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীরা।

আকবর আলী বিশ্বাস দীর্ঘদিন সুনামের সাথে জয়ন্তা গ্রামের মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। ১১৫ বছর বয়সী এই মানুষটি মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল জোহর বাদ জয়ন্তা গ্রামের আইডিয়াল প্রিক্যাডেট স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad