আজ ২৫ জানুয়ারি মাইকেল মধুসূদন দত্তের ১৯৭তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে কবির জন্মস্থান যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে বসে সপ্তাহব্যাপী মধু মেলা। তবে এ বছর করোনার কারণে হচ্ছে না মেলা।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন জানান, মধু জন্মজয়ন্তীতে বাইরের কোন অতিথি আসবেন না। শুধু মাত্র বিকেলে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে আয়োজন করা হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, প্রতিবছর মধুকবির জন্মস্থান কেশবপুরের সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের তীরে চলে সাতদিন ব্যাপী মধুমেলা। উদ্বোধনী অনুষ্ঠানসহ আলোচনায় থাকতেন দেশের মন্ত্রী, এমপি, কবি, সাহিত্যিকগণ। পাশাপাশি চলত সাংস্কৃতি অনুষ্ঠানসহ যাত্রা, সার্কাস, পুতুল নাচ, জারী সারী ভাটিয়ালি গানের আসর। হাজার হাজার মধুভক্তের আগমনে থাকতো মুখরিত।
No comments:
Post a Comment