বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির যশোর জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কমিটির পরিচালক ও মাগুরা জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম। সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি আবুল হাসান সরকারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মনিরুল হক, সাধারণ সম্পাদক জাকির হোসেন দোলন, ঝিকরগাছার পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হুমায়ুন কবীর, নওয়াপাড়ার পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির রজব আলী প্রমুখ। এছাড়াও পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা শাখার নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিগত কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
No comments:
Post a Comment