যশোর শহরের চারখাম্বা মোড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (৪১) নামে একব্যক্তি জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রফিকুল ইসলাম মণিরামপুর উপজেলার বলরামপুর গ্রামের মৃত রওশন আলীর ছেলে। আহত রফিকুল ইসলাম জানান, তিন মাস আগে স্ত্রীর পরকীয়া প্রেমের জের ধরে তাকে তালাক দিয়েছেন। এরপর থেকেই শ্যালক নাঈমের সাথে তার বিরোধ চলে আসছিল। সম্প্রতি তিনি যশোর শহরের চারখাম্বা মোড়ের একটি ভবনে ঠিকাদারি কাজ করছেন। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি এক লাখ টাকা নিয়ে রড কিনতে চারখাম্বা থেকে আরএন রোড যাচ্ছিলেন। পথিমধ্যে শ্যালক নাঈমের নেতৃত্বে চার-পাঁচজন তাকে গতিরোধ করে। কথা কাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
No comments:
Post a Comment