যশোর র‌্যাবের অভিযানে ইয়াবাসহ এক নারী গ্রেফতার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Sunday, January 24, 2021

যশোর র‌্যাবের অভিযানে ইয়াবাসহ এক নারী গ্রেফতার

 


যশোর র‌্যাবের অভিযানে সন্ধ্যা বেগম বৃষ্টি (২৩) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে৷

গ্রেফতার নারী যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার শহিদুল ইসলাম হিরার স্ত্রী সন্ধা বেগম বৃৃৃৃষ্টি৷

শনিবার বিকালে যশোর বেনাপোল সড়কের লাউজানী চেকপোষ্টের পূর্ব পাশ থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব৷

রাতে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ এ ঘটনায় ঝিকরগাছা থানায় মাদক আইনে মামলা হয়েছে৷

র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন জানান,গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামের যশোর বেনাপোল সড়কের লাউজানী চেকপোষ্টের পূর্ব পাশের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সন্ধ্যা বেগম বৃষ্টি (২৩) নামে মাদক কারবারির নিকট হতে ১৯৫ পিস ইয়াবা, ১টি মোবাইল, সিমকার্ড ১টি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়৷ এ ঘটনায় ঝিকরগাছা থানায় মাদক আইনে মামলা হয়েছে৷

No comments:

Post a Comment

Post Bottom Ad