নওয়াপাড়ায় একদিনে ১০০ মোটরসাইকেল জব্দ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, January 7, 2021

নওয়াপাড়ায় একদিনে ১০০ মোটরসাইকেল জব্দ

 


শিল্প শহর নওয়াপাড়ায় যশোর জেলা ট্রাফিক পুলিশের অভিযানে ১০০ মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে নিবন্ধনহীন সহ বিভিন্ন অনিয়মের কারণে ১৬টি মামলায় মোটরসাইকেলগুলো জব্দ করা হয়।


অভিযানের নের্তৃত্বে থাকা যশোর জেলা সদর ট্রাফিকের টিআই আরিফ হোসেন জানান, জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নওয়াপাড়ার ভাঙ্গাগেট, বেঙ্গল রেলগেট, নূরবাগ ও স্বাধীনতা চত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করা হয়।


এসময় নিবন্ধনহীন ও কাগজপত্রে বিভিন্ন অনিয়মের কারণে ১৬টি মামলায় ১০০টি মোটারসাইকেল জব্দ করা হয়। পরে জব্দকৃত মোটারসাইকেল অভয়নগর থানা পুলিশের হেফাজতে রাখা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad