আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর ও কেশবপুর পৌরসভা নির্বাচন। একই দিন যশোর জেলার কেশবপুর, ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুরসহ মোট ৩১টি পৌরসভায় ভোট হবে।আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর পঞ্চম ধাপে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এতে বলা হয়, এ ধাপে সবগুলোতে পৌরসভায়ই ইভিএমে ভোটগ্রহণ করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, প্রার্থিতা বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি।
সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হবে বলে জানান সিনিয়র সচিব।
ভোটের দিন নির্বাচনী এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হবে না বলে তিনি উল্লেখ করেন।
মো. আলমগীর বলেন, ‘ইভিএমে ভোট প্রদানে মানুষের আস্থা বেড়েছে। ইভিএমে ভোট সুন্দর হয়। যে কারণে তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।’
নির্বাচনে সহিংসতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব জায়গায় কিছু লোক থাকে, যারা ভালো বিষয়কে ভালোভাবে দেখতে চায় না। কোনো কিছু ভালো হচ্ছে দেখলেই তারা উশৃঙ্খল আচরণ করে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। তবে এগুলো নির্বাচনের সার্বিক পরিস্থিতি নয়। নির্বাচনের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো।’
No comments:
Post a Comment