যশোরে ক্যাবল ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী জখম হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে শহরের খড়কি ফ্ল্যাটপাড়ায় এ ঘটনা ঘটে। আহতের নাম হাফিজুর রহমান (৪০)। তিনি কারবালা এলাকার আলাউদ্দিনের ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর ঢাকায় রেফার করা হয়েছে।
হাফিজুর রহমান জানান,খড়কি ও কারবালা এলাকায় তিনি দীর্ঘদিন ক্যাবল ব্যবসা করে আসছেন। ব্যবসা নিয়ে প্রতিপক্ষ ইমন ও জনি গংয়ের সাথে দ্বন্দ্ব চলে আসছে তার। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ইমন ও জনিসহ কয়েকজন হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাতে জখম করে।
সার্জারি ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন আব্দুর রহমান জানান, আহতের পেটের আঘাতটি গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment