যশোর ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ দুজন আটক - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, January 14, 2021

যশোর ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ দুজন আটক

 


যশোর ডিবি পুলিশের পৃৃৃৃথক দুটি বিশেষ অভিযানে ৮৯বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে৷

বুধবার গভীর রাতে চৌগাছা উপজেলা থেকে ২৪বোতল ফেনসিডিলসহ জিন্নাত আলী (৪৭) ও বৃৃৃৃহস্পতিবার ভোরে বেনাপোল এলাকা থেকে ৬৫বোতল ফেনসিডিলসহ বকুলকে (৪০) আটক করা হয়৷ মাদক উদ্ধারে চৌগাছা ও বেনাপোল থানায় পৃৃৃথক দুটি মাদক মামলা হয়েছে৷

আটক আসামীরা হলেন, চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের জাহেদের ছেলে জিন্নাত আলী ও বেনাপোল থানা এলাকার মহিষাডাঙ্গা (মাঝের পাড়া) গ্রামের মুক্তার আলীর ছেলে বকুল৷

ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, যশোর জেলা পুলিশ সুপার আশরাফ হোসেনের নির্দেশক্রমে বুধবার রাতে চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের সাগরের আখক্ষেত সংলগ্ন যশোর চৌগাছা মহাসড়কে অবস্থিত ব্রিজের উপর হইতে আসামী জিন্নাত আলীকে (৪৭) গ্রেফতার পূর্বক আসামীর নিকট হইতে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে তাহা জব্দ করিয়া চৌগাছা থানায় মামলা দায়ের করা হয়৷

এবং বৃৃৃৃহস্পতিবার ভোরে বেনাপোল পোর্ট থানা এলাকার বড় আচড়া গ্রামের ছোট আচড়া টু বারোপোতা পাকা রাস্তার উপর বড় আচড়া মোড়ের বট গাছের নিচে হইতে আসামী বকুলকে গ্রেফতার করে তার নিকট থেকে ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে তাহা জব্দ করিয়া বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়৷

No comments:

Post a Comment

Post Bottom Ad