যশোরে স্কুল ব্যাগে ফেনসিডিল বহনের সময় পুলিশ ইমরান নামে এক যুবককে আটক করেছে। সে যশোর বেনাপোলের পুটখালি গ্রামের জাকির বিশ্বাসের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। চাঁচড়া ফাঁড়ির এএসআই মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ৭ জানুয়ারি বিকেলে গোপন খবর পান বেনাপোল থেকে এক যুবক স্কুলে ব্যাগে করে ফেনসিডিল নিয়ে যশোরের দিকে আসছে। ওই সংবাদের ভিত্তিতে তিনি চাঁচড়া চেকপোস্ট পাবলিক টয়লেটের সামনে অবস্থান নেন। এসময় বেনাপোল থেকে একটি বাস থেকে স্কুল ব্যাগ নিয়ে যুবক নামার সাথে সাথে তাকে চ্যালেঞ্জ করেন। পরে তার ব্যাগের মধ্যে থেকে ১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় উক্ত যুবককে ফেনসিডিল বহনের অভিযোগে আটক করে। ৮ জানুয়ারি তাকে আদালতে সোপর্দ করা হয়।
No comments:
Post a Comment