যশোর ঝিকরগাছায় অস্ত্রসহ আটক অভি ইসলাম প্রান্তর একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার রিমান্ড আবেদনের শুনানী শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসান এ আদেশ দেন। প্রান্ত শহরের পুরাতন কসবা এলাকার শফিকুল ইসলামের ছেলে।মামলা সূত্রে জানাগেছে, গত ১৭ জানুয়ারি ঝিকরগাছা থানা পুলিশ ধর্ষণ মামলার আসামি প্রান্তকে আটকের জন্য অভিযান চালায়। এরপর তাকে বাকড়া পাঁচ রাস্তার মোড় থেকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে প্রথমে পুলিশ যশোর শহরের বাড়ি তল্লাশি করে। এরপর ঝিকরগাছার বঙ্গবন্ধু পার্কের পাশের বটগাছের গোড়ার মাটি সারিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে। এ ঘটনায় এসআই হেলাল উজ্জামান বাদী হয়ে অস্ত্র আইনে ঝিকরগাছা থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আটক প্রান্তের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেন। সোমবার রিমান্ড আবেদনের শুনানী শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
No comments:
Post a Comment