আওয়ামী লীগ নেতার ওপর পুলিশি নির্যাতন যশোরের পুলিশ সুপার বদলি - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, January 21, 2021

আওয়ামী লীগ নেতার ওপর পুলিশি নির্যাতন যশোরের পুলিশ সুপার বদলি

 


যশোর শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদ হাসান বিপুর ওপর পুলিশি নির্যাতনের দায়ে যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনকে বদলি করা হয়েছে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন।

যশোরের নতুন পুলিশ সুপার হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রলয়কুমার জোয়ার্দারকে। যিনি নরসিংদীর এসপি হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয়কুমার দাস। একই প্রজ্ঞাপনে শেরপুরের পুলিশ সুপার আশরাফুল আজীমকে নরসিংদীর এসপি হিসেবে বদলি করা হয়েছে।
 
মুহাম্মদ আশরাফ হোসেন দুই বছরের কিছু সময় কম যশোরে দায়িত্ব পালন করেছেন। তার বদলির বিষয়ে জেলার সিনিয়র পুলিশ কর্মকর্তাদের কেউ মন্তব্য করতে চাননি।
তবে পুলিশের দায়িত্বশীল সুত্র জানায়, এঘটনায় বহুল আলোচিত একজন অতিরিক্ত পুলিশ সুপার, কোতয়ালী থানা ও ফাঁড়িতে কর্মরত কয়েকজন ইন্সপেক্টরকে যশোর থেকে প্রত্যাহার করা হচ্ছে বলে নিশ্চিত করেছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad