কেশবপুরের অভিনেতা ও সাহিত্যিক ধীরাজ ভট্রাচার্য্যের ১১৫তম জন্মবাষিকী পালিত - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Friday, January 8, 2021

কেশবপুরের অভিনেতা ও সাহিত্যিক ধীরাজ ভট্রাচার্য্যের ১১৫তম জন্মবাষিকী পালিত

 


যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়ায় পূরবী খেলাঘর আসরের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজনে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও সাহিত্যিক ধীরাজ ভট্রাচার্য্যের ১১৫তম জন্মবাষিকী পালিত হয়েছে।

কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে পূূূূরবী খেলাঘর আসরের সভাপতি বাবর আলী গোলদারের সভাপতিত্বে শুক্রবার বিকেলে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর আসনের সাংসদ ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, খেলাঘর কেন্দ্রীয় পরিষদের সদস্য অধ্যাপক হাসানুজ্জামান, উপজেলা খেলাঘর আসরের আহবায়ক আব্দুল মজিদ, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল প্রমুখ।

No comments:

Post a Comment

Post Bottom Ad