যশোরে ডিবি পুলিশের অভিযানে আব্দুল গফুর খোকন (২৫) নামে এক মাদক কারবারিকে ৮০পিস ইয়াবা সহ আটক করেছে৷ আটক মাদক কারবারি শহরের শংকরপুর এলাকার ইসহাক সড়কের নুর ইসলাম গাজীর ছেলে৷ এঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে৷
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম এর নির্দেশক্রমে রাত সোয়া ৯টায় অফিসার ইনচার্জ সোমেন দাশ, জেলা গোয়েন্দা শাখার চন্দ্র কান্ত গাইন সংগীয় এসআই (নি.) আব্দুল মালেক এবং ফোর্স সহ কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর এলাকার ইসহাক সড়ক ইনতাজ এর সেভেন রিংস সিমেন্ট এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী আব্দুল গফুর খোকনকে গ্রেফতার করা হয়৷ এবং তার নিকট থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক কোতয়ালী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে৷
These are the one methods to 1xbet grasp personal freedom and social justice. We are striving onerous not be left behind by attending the global game shows, boards and lectures nicely as|in addition to} conducting research on competitors’ video games in depth. In addition, Korea is a homeland of high-tech mobile device producers such as Samsung and LG. Crenova advantages from getting the fastest replace on the latest expertise and its data.
ReplyDelete