যশোরে পৌঁছালো প্রথম ধাপে ৯৬হাজার ডোজ ভ্যাকসিন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Sunday, January 31, 2021

যশোরে পৌঁছালো প্রথম ধাপে ৯৬হাজার ডোজ ভ্যাকসিন

 


বেক্সিমকো কোম্পানির ফ্রিজার ভ্যান যোগে রোববার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে চার টার দিকে যশোরে প্রথম ধাপে নয় হাজার ৬০০ ভায়াল বা ৯৬হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁঁছায়৷

এ সময় সিভিল সার্জনের নেতৃত্বে ভ্যাকসিন গ্রহণ কমিটি আটটি কার্টনের ওই টিকার চালানটি গ্রহণ করেন।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ভ্যাকসিনগুলো জেলা ইপিআই স্টোরে উপযুক্ত তাপমাত্রায় সংরক্ষণ করা হয়েছে। টিকা প্রদানকালে ছয়জন করে টিম গঠন করা হয়েছে। জেলার দশটি কেন্দ্রে এ টিকা প্রদান করা হবে। ইউনিয়নেও একটি করে টিম গঠন করা হয়েছে। এছাড়া দশটি রিজার্ভ টিম রাখা হয়েছে।

আগামীকাল (সোমবার) থেকে টিকা প্রদান প্রশিক্ষণ শুরু হবে। ৬ ফেব্রুয়ারি মধ্যে প্রশিক্ষণ শেষ করা হবে এবং সরকারের দেওয়া অগ্রাধিকার তালিকা অনুযায়ী টিকা প্রদান করা হবে। এছাড়া টিকার সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া মোকাবেলায়ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে বলে জানান সিভিল সার্জন৷

No comments:

Post a Comment

Post Bottom Ad