যশোরের চৌগাছা ও বাঘারপাড়া পৌরসভাসহ ৫৬টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি ।রোববারএই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ওইদিন খুলনা বিভাগের মোট ছয়টি পৌরসভায় ভোটগ্রহণ করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি যশোরের চৌগাছা ও বাঘারপাড়া পৌরসভায়, চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা পৌরসভা, সাতক্ষীরা পৌরসভায় এবং বাগেরহাট পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগ্রহী প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র করতে পারবেন ১৭ জানুয়ারি থেকে। দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৯ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি।
ইসির সিনিয়র সচিব জানান, ৫৬টি পৌরসভার মধ্যে এবার ৩১টিতে ইভিএম এবং ২৫টিতে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। যে সব পৌরসভাকে ঝুঁকিপূর্ণ মনে করেছে কমিশন, সেগুলোতে ইভিএমে ভোটের সিদ্ধান্ত হয়েছে। ভোট হবে সকাল আটটা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত।
No comments:
Post a Comment