যশোর শহরের শংকরপুরে চাঁদা দিতে অস্বীকার করায় রাশেদ দেওয়ান (২২) নামে এক ফেরিওয়ালাকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শংকরপুর ছোটনের মোড়ের আজাহার আলীর ছেলে। আহত রাশেদ দেওয়ান জানান, তিনি শংকরপুর এলাকায় বাড়িতে বাড়িতে ফেরি করে হাঁড়ি-পাতিল বিক্রি করেন। দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসী শাওন ওরফে টুনি শাওন ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাদের দু’জনের মধ্যে বিরোধ হয়। শুক্রবার সকাল নয়টার দিকে টুনি শাওনের নেতৃত্বে মুছা,কুট্টিসহ সাত-আটজন তার বাড়িতে হামলা করে ডান হাত ও পা ভেঙে দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে ঘরের মধ্যে আটকে রাখে। ওই সময় সন্ত্রাসীরা তাকে জানায়, হাসপাতালে গেলে তাকে হত্যা করা হবে। রাত সাড়ে আটটার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
No comments:
Post a Comment