‘পুলিশি নির্যাতনের শিকার’ যশোর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু’র সুস্থতা কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েচে। পৌর আওয়ামী লীগ রোববার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করে। মাহমুদ হাসান বিপু বর্তমানে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাড. আসাদুজ্জামানের সভাপতিত্বে দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, কবিরুল আলম, পৌর কাউন্সিলর নাসিমা আক্তার জলি, রোকেয়া পারভীন ডলি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আরা মিলি, পৌর মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেহেনা পারভীন, পৌর আওয়ামী লীগ নেতা কাজী শহিদুল হক শাহীন, আজিজুল হক, ইউসুফ সায়ীদ, রবিউল ইসলাম, সদর যুবলীগের আহ্বায়ক অশোক বোস, যুবলীগ নেতা হাফিজুর রহমান, জেলা ছাত্রলীগ’র সাবেক সহসভাপতি নিয়ামত উল্লাহ, সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী প্রমুখ।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি রাতে ‘পুলিশ সদস্যকে মারপিটের অভিযোগে’ আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান বিপুকে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর ওই রাতেই যশোরে ৭ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতার বাড়িতে পুলিশ হামলা ও তা-ব চালায় বলে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন। তারপর আটকের ১৯ ঘণ্টা পর ১২ জানুয়ারি বিকেলে পুলিশ বিপুকে মুক্তি দেয়। ছাড়া পাওয়ার পর পুলিশের বিরুদ্ধে অমানুষিক নির্যাতনের অভিযোগ আনেন মাহমুদ হাসান বিপু । তবে পুলিশ বরাবরই নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসছে।
No comments:
Post a Comment